সরকার মাইনাস ওয়ানের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনাসভায় তিনি এ অভিযোগ করেন।
আলোচনাসভায় তিনি বলেন, আট ফেব্রুয়ারি খালেদা জিয়ার মামলার রায়ের ওপর নির্ভর করছে আগামী দিনের রাজনীতি ও নির্বাচন।
নিরপেক্ষ নির্বাচনের দাবি থেকে জনদৃষ্টি ভিন্ন খাতে সরাতে দ্রুত খালেদা জিয়ার মামলার রায় দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন খন্দকার মোশাররফ।
খালেদা জিয়া ও বিএনপিকে নির্বাচনের বাইরে রাখার ষড়যন্ত্র চলছে বলে উল্লেখ করেন তিনি।
খন্দকার মোশাররফ বলেন, জনগণ একদলীয় নির্বাচন মেনে নিবে না। ৫৭ ধারা বাতিল করে ডিজিটাল আইন গঠনের সমালোচনাও করেন খন্দকার মোশাররফ।